বর্তমানে সমাজে ও জীবনে ই-কমার্সের যে অবস্থান তা আগামী এক থেকে দুই বছরে শতভাগ প্রভাব বিস্তার করে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
আজ সোমবার টিসিবি’র সেবা সপ্তাহে রমজানের পণ্যসামগ্রী অনলাইনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।
যারা জীবনবাজি রেখে মহামারির সময় ডেলেভারি দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
তিনি বলেন, এ করোনাকালীন সময়ে যারা জীবনবাজি রেখে মানুষের ঘরে পণ্য পৌঁছে দিয়েছেন তারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন।
অনুষ্ঠানে জানানো হয়, গতবছর অনলাইনের মাধ্যমে সাড়ে ৭ লাখ কেজি পেয়াঁজ বিক্রি হয়েছে, তারই ধারাবাহিকতায় এবার বাণিজ্য মন্ত্রণালয়ের তত্বাবধানে ই-ক্যাবের সহযোগিতায় কিছু নির্বাচিত অনলাইন শপে ডাল, তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে।
গতবারের মতো এবারও ই-ক্যাব তাদের মান অক্ষুন্ন রাখবে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এমন আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন।

তিনি বলেন, 'গতবার যখন দেশে পেঁয়াজর দাম জনগনের নাগালের বাহিরে চলে যায় ই-ক্যাব তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আাশা করি এবারও তারা সে কাজটি ভালো ভাবে করবে।'
যারা ই-কমার্স নিয়ে কাজ করছে তারা মুনাফার থেকে সেবাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এমন মন্তব্য করেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার।
তিনি বলেন, করোনাকালীন সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মুনাফার দিকে না তাকিয়ে সেবা দিয়ে যাচ্ছে। যার ফলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি আশা করি নতুন এ সেবা দেশের মানুষের আরো বেশি উপকারে আসবে।
ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, ডব্লিও টি ও সেল এর মহাপরিচালক মোঃ হাফিজুর রহমান, টিসিবি’র পরিচালক মইনউদ্দীন আহমেদ, চালডালের প্রতিষ্ঠাতা ও ই-ক্যাবের ডিরেক্টর জিয়া আশরাফ, ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এবং আমদানী ও রফতানি বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।
উল্লেখ্য, পণ্যসমূহের দাম তেল ১০৮ টাকা লিটার, ছোলা, ডাল ও চিনি ৫৮ টাকা কেজি দরে অনলাইনে বিক্রি হবে। চিসিবি’র ট্রাক সেল থেকে এই দাম একটু বেশি ধরা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল ও অন্যান্য পণ্য ৩ কেজি করে কিনতে পারবেন| ডেলিভারি চার্জ সর্বোচ্চ ঢাকায় ৩০ টাকা, ঢাকার বাইরে ৪০ টাকা। তবে কয়েকটি প্রতিষ্ঠান কোনো ডেলিভারি চার্জ নিবেনা।